সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গৌতম রায়-এর কবিতা

অস্বীকার করতে পারো না সময়

চলতে চলতে কেওড়া গাছের তলে 
পূর্বপুরুষের চূর্নিত কণায় চরণ চিহ্ন রেখেছি উত্তরাধিকারীর জন্য, 
পরিণত কেওড়া ফলটিও চোখ নেড়ে নেড়ে দেখছে আমাকে 
এ বহতা পবিত্র ফল্গুনদীর বালুকণার চেয়ে কম নিরাময় নয় 
এই বীজ পতনশীল ধর্মেই একদিন পড়বে ভরতপুর সৈকতে 
এখানেই জন্ম নেবে তার সন্তান অথবা সমুদ্র ভাসিয়ে নেবে স্থানান্তরে 

কেওড়া সন্তান জাগিয়ে রাখবে সৈকত 
জাগিয়ে রাখবে পৃথিবী 
আমি তাকে সর্বশক্তি দিয়ে অপত্যে করবো আদর 
আমার ধমনিতে আমার স্নায়ুতে বইবে জাগতিক যমুনা  অথবা ঝিলাম 
যাকে আমি কোনদিন ছেড়ে যায়নি পৃথিবীত্বে, 
আবিশ্ব ওর সঙ্গে আমার আণবিক সম্পর্ক
তাকে তুমি অস্বীকার করতে পারো না সময়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন