সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

তাপসী লাহা-র কবিতা

শরণার্থী 

শব্দরাই  তুলে ধরে  হিসাব ব্যতিরেকে যেটুকু

ছুঁয়ে গড়িয়ে পড়ে আলোদের  ভুলচুক।

বর্ষা নেমে গেলে  ঘনঘন মনে পড়ে

মেঘেদের ভারী কোমর,আঁচল ছাপিয়ে পুষ্টজলের করুণা

এভাবেই  ঈশ্বর জীবিত হয় বোধহয়। 

দুহাতের  শিল্পসমেত  কার্পণ্য  করিনা

নিরিবিলি বুনে চলি রাংতা  মোড়া পরিপাটি 

টুপটাপ  অথবা নাবাল বন্যার মত

অরণ্য  থেকে নক্ষত্রের বনে উজ্জ্বল দৃষ্টির দস্তখতে 

ভুলগুলোই  ঈশ্বর হয়ে যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন