বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

গৌতম রায়-এর কবিতা


পারস্পরিক 

আকাশের বোর্ডে কাকে লেখা হয়?

আমাদের সেচন সবুজ

অথচ আমাদের ভেতর ধূল ধোঁয়া অম্ল,

বারুদ ঝরে

আকাশের দাবানল আমাদেরও পোড়ায়

 

তুমি শিশু ঘাসের বিনত হাতের দিকে বাড়াও শূন্যহাত

জলাশয়ের ধারে বাষ্পকণার দিকে বাড়াও তোমার ভূগোল

 

দিতে পারি বাবুইয়ের বাসা

তুমি কী জোনাকি ফসফরাস হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন