বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

আবদুস সালাম-এর কবিতা


বিষাদ ঝরে পড়ে

হাহাকার বুনি বিশ্বাসের মাটিতে
অচেনা গ্রামের সীমানা জেগে ওঠে
ঈশ্বর 
পান করে ধর্মের নিকোটিন
মেঘ ডেকে যায় মানবিক মাঠে

মানুষ মানুষ নিয়ে খেলা করে
রক্তাক্ত হয় পার্থিবউঠোন
প্রশ্ন ছুঁড়ে দিই আকাশে
হাওয়ায় উড়ছে তলোয়ারের নিশান

অন্ধকারে খুলে যায় পোশাক
শুনি উল্টো ধারাপাতের গল্প
উল্লাসের  বাঁশি বেজে উঠলে 

বিষাদ ঝরে পড়ে মনুষ্য বাগানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন