বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

গৌতম রায়-এর কবিতা

সংশয় থেকে সূর্যোদয়

ধরিত্রীর তিনভাগ জল হলে আমার শরীরেও অধিকাংশ জল
তবে কেন এতো হ্যাঁ-জলের অভাব?
গঙ্গাসাগর জলপথ ভেসেলের ডানায় হেঁটে আসে গাঙচিলসকাল
ও পরিযায়ী হলে আমিও অনিকেত
জায়মান রেণু দিয়ে পৃথিবীর জঠরে বাঁধি
আঁতুড়ঘর।

মহী ভগীরথতপশ্চর্যা দাও
রোগমুক্তি ঘটুক আমাদের,
সময় বিধৌত গঙ্গাও রাখে নিবেদনঃ
থিতু হোক অস্থির সভ্যতার বর্জ্য।
হে কপিল মুন্বিত্ব, আমাদের কী তবে
মুক্তো মুক্তি নেই?

সংশয় 
সংশয় থেকে সূর্যোদয় 
কপিল জারণে জেগে ওঠে অভিশাপ মুক্ত সাগর।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন