বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

পলাশ দাস-এর কবিতা

 

আহ্বান 

তোমার জন্য সাজিয়ে রেখেছি একফালি ঘর 
কয়েকটা গাছ শুকনো পাতার রুমঝুম 
ঘুড়ির মত দুলতে থাকা একটা পুকুর 
                ঘাসের উপর শীতের রোদ 
শীতের ভিতর তলিয়ে যাওয়া একটা বিকেল 
হাই তুলতে থাকা সন্ধ্যার কালো 
                 দরজা বন্ধ জানলা বন্ধ 
দিনের থেকে আকাশের থেকে হারিয়ে যাওয়া  
জোনাকি আলোয় ভিজতে থাকা একটা মন 

তোমার জন্য আগলে রেখেছি 
একফালি ঘর কয়েকটা গাছ 
ঘুড়ির মত দুলতে থাকা একটা পুকুর  

1 টি মন্তব্য: