বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

শামীমা ইলা-র কবিতা


প্রতিপদর্শিনী

ভালোবাসার শ্যামল চাদরে জাগে দুরন্তপনা 
পায়ে পায়ে খেলা করে স্বর্গীয় চেতনা
হাজারো স্বপ্নেরা জেগে ওঠে অন্তরের চরে
পিঙ্গল চোখে তরঙ্গলহরী খেলে যায়...

গালে, মুখে, শহুরে প্রলেপের আভা নেই
গোধূলি আলোর রং মেখে 
দাঁড়িয়ে আছে প্রতিপদর্শিনী 
অগোছালো চুলে বিনুনী কাটে নীরসতা

নাগারিরাজ পেরিয়ে নীল অম্বরী
বুকের ছাতিম ছুঁয়েছে
ওমে জড়ানো মন 
ওম খোঁজে 

সাঁঝের জোনাকি পূর্ণিমায় 
নিষ্পেষিত কান্নার অনুরণনে জন্ম নেয় ঝিঁঝিঁর ডাক
বৈষ্ণব অভিসারে দলে যায় ঘেঁটুফুলের দল ।

দস্তখতের জীবনে
প্রথম যৌবনের আষাঢ়ী বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার বটিকা
তবুও,
স্বপ্নের বৃদ্ধবৃক্ষের কিনারে দাঁড়িয়ে 
কুঁজো সময়কে এপিটাফে বুনে চলে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন