বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

শৈবাল আদিত্য-এর কবিতা

এ রকম কবিতা সহজেই লেখা যাবে

এ রকম কবিতা সহজেই লেখা যাবে
এ রকম কবিতার জন্য হয়তো প্লেটোও পস্তাবে...

না পেলেই প্রেম আর প্রাপ্তিটা কাম...গুণীজনে কয়!
তবে যে তোমার জন্য এ পরাণ এতটা উতলা হয়...
সই গো, তোমারে পাবো না তবু পস্তাবো না এ রকম ভাবি
তবু যে ক্যানো ইশ্ মন করে নিশপিশ...তোমার কাছেই চাবি
এই মন-দরজার৷ তোমারে ছাড়া আমি আমার ভেতরে কেমনে ঢুকি?
বল গো সখি...কি করে নেবো তবে এই অসম্ভবে বিরহের ঝুঁকি!
আমি তো আদিমপ্রেমিক এসেছি নির্ভিক; চর্যাপদের পৃষ্ঠা থেকে,
হেঁটে হেঁটে প্রাগৈতিহাসিক হিংস্রতা কাঁধে ক'রে পিছুটান রেখে...
তাই তো তোমার চিবুক, ওষ্ঠ আর খুব গোপনে লুকিয়ে রাখা নদী
আমাকে টানে স্রোতের পানে...ক'রে তোলে কামুক যোদ্ধা নিরবধি৷
সখি, চাষের চৌষট্টি কলা আর আনন্দের বীজতলা শিখে কৃষ্ণ-কৃষক
হাজার বছর পরে অনাগত অগোচরে বুনে দিয়েছি স্নিগ্ধ চন্দ্রালোক...
আর মুষল জোছনায় ভিজে ভিজে আমরাও নিজে নিজে হয়ে যাবো প্রেমময় বন্য,
বৃক্ষ ফলাবে ফল আর ফুলেরা শতদল...সখা-লতা ঠিকই খুঁজে নেবে উর্বর অরণ্য!

এ রকম কবিতা সহজেই ভূমিষ্ঠ হবে, অসংখ্য অনুভবে হবে দিনরাত!
এ রকম পদ্য থেকে দূরে...অন্য কোনো সুরে তোমার গান গাবো—
সনাতন ভেঙে-চুরে প্লেটোনিক হাঁটুরে কিনে নেবো পিরিতের সমস্ত খাত,
বহু তপস্যায় বারংবার তোমাকেই চেয়ে খুব কাছে পেয়ে পুনরায় নিঃশর্ত হারাবো...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন