বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সৌম্য ঘোষ-এর কবিতা

অক্ষরশরীর

পাতার আড়ালে যে বসন্ত ছিল
পড়ন্ত সন্ধ্যায় তার কোমলতা লেগে থাকে বুকে
আর কিছু জলরং
যেখানে স্নান সেরে নিলে
অবচেতনায় সবুজ পৃথিবী ফিরে আসে
পাহাড় থেকে ত্রস্ত পায়ে নামে বর্ষা
অক্ষর প্রেমে কিছু নুপুর জীবন।
সূর্য ডুবলে রাত্রির অলকবর্তনে
অনিবার্য রোদ লেগে থাকে অক্ষর শরীরে।

 

1 টি মন্তব্য: