বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

সার্বভৌমত্ব


ধূমপান আমি করি না                      

অনিদ্রা-শতাব্দীতে                       

তোমার রাত্রিমুখে অবিরাম                

আমার সিগারেট-ফুঁকে                          

ধোঁয়া উপভোগের কর্তৃত্ব-লালসা                  

হয়তো সারাজীবন আমাকে                        

পৌঁছে দিতে পারবে না                       

চির কাঙ্ক্ষিত পুলকের এবং

পতনের লক্ষ্যে

 

মুনাফাহীন এই বিনিময়ের      

               উপযোগিতা কতটা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন