সোমবার, ১ আগস্ট, ২০২২

গৌতম রায়-এর কবিতা

কলঙ্কের নিষ্কলঙ্ক মাখতে চাই

 

এক পশলা বৃষ্টি এলো কুমড়ো ফালির মতো লাজুক, নত দৃষ্টি 

আছে জল আছে শর্করা মিনারেল 

মেঘ ছাড়া তুমি কি আমার হবে?

আমি নদী হবো  

কলঙ্কের নিষ্কলঙ্ক মাখতে চাই।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন