সোমবার, ১ আগস্ট, ২০২২

গোবিন্দ ধর-এর কবিতা


জলজীবন

জলে জলে গুলে গেলো গোটা এক জীবন।

 

স্মৃতি মুছে ফেলতে জলের কোন ভূমিকা নাই।

জলের কাজ নিচের দিকে গড়িয়ে যাওয়া

আর তৃষ্ণা বালকের ক্লান্তিতে আরাম দেওয়া।

তবুও মন ভালো নেই হলে আমাদের একমাত্র 

গন্তব্য বলতে জল- শেষ আশ্রয়। 

জলের নিকট যাই জলখেলি।

জল ডুব ডুব নিজের সাথে একটু চলি।

 

সাগর আমাদের মনের গভীর থেকে ক্লান্তি শুষে নেয়। 

নদী শেখায় ভালোবাসা আর পাড় ভাঙার গাঙগাথা।

পুকুর সাঁতার শেখার যৌথ খুনসুটি শেখায়।

ধীরে ধীরে জমতে থাকা নানান রকম

পলি কেটে কেটে সামনে  ভোরের স্বপ্ন দেখা যাপন

আর অসংখ্য দেওয়ালপা পিছলে গেলে

খাবি খেতে খেতে পরিখায়ও ডুবে যায় স্বপ্নবিলাস।

 

অতিবৃষ্টি বন্যা ঝড় লকলকে জিভ ছুঁয়ে দিলে

গোটা জীবন থেকেই কেড়ে নিতে পারে : সুখপাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন