সোমবার, ১ আগস্ট, ২০২২

অমিত কাশ‍্যপ-এর কবিতা

 

সুপ্রভাত

 

দূরে আছি বলে সরে আছি, ভেব না 

সুপ্রভাতে একজন ফুল দিয়ে লিখেছিল

হোয়াটসএ‍্যাপ কতকিছু কাছে করে 

কবিতা কোথা দিয়ে হাজির হল হঠাৎ 

 

সহকর্মী, না তো, আত্মার আত্মীয় 

পুরনো দিনগুলো ভাসিয়ে দিল, ছবির মতো

অজস্র মুখের সারির ভেতর ভেঙে পড়া কাহিনি 

দিনযাপনের আরেক নাম স্মৃতিভার

 

অনেক দিন পর পুরনো নামে কেউ ডেকে বসে 

যদি চিনতে পারিনি বলে, এড়িয়ে যাই

যদি ভেতরে ভেতরে ম্লায় হই, আর দুঃখ পাই

তুমি ভুল বুঝবে, বা বলবে কিপ ইট অন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন