সোমবার, ১ আগস্ট, ২০২২

শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা


লাজবন্তী সরণীর মোড়

তৈজসপত্রে লেখা চিঠি

এতো শক্ত শব্দের পর

হঠাৎ অজেয় হলি তুই

চোখ ঠিকরে আগুন বের হল

আগুনের মতো সূর্যমুখী

 

ঘুরিয়ে চলেছি সংখ্যা গুলো

এক হাজার আটাত্তর বার

ধূমের আড়ালে সাহসিনী

ভয় নেই দোলাচল নেই তবু

লাজবন্তী বাড়ি ফিরল না

 

জাদুঘরে যত্নে সাজানো

সভ্যতার হাড় মজ্জা করোটি

করোটিতে রক্তনিশান

লাজবন্তী বাড়ি ফিরে আয়

তোর নামে সরণী লিখব ঠিক

 

যোগপট্ট পেল কী সন্ন্যাসী

সদিচ্ছাস্বরূপা হল বুঝি

উল্টে দেব হোমের আগুন

নিভে যাক পয়মন্ত জল

লাজবন্তী ফিরে আয় বাড়ি

 

তোর নামে শহরের মোড় ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন