সোমবার, ১ আগস্ট, ২০২২

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা

 

দাবানলের হরফেরা 


জোছনার ব্যাগ ভরে যাচ্ছে

বহু বছর আগেকার ধোঁয়ায়!

ক্লান্ত রাতগুলো ভাঙছে দগ্ধ স্মৃতির লকার,

কেঁপে কেঁপে উঠছে নিঃসঙ্গ নক্ষত্রেরা

বুকের ভেতর টি টি ডাহুক পাখি,

দূরের নির্জনে কোথাও বাজছে সমাপ্তি সঙ্গীত

এই আয়ুস্মান রাতে আজ আকাশটা কেনই বা পাঠালো

দাবানলের হরফ -

ভুলে যাওয়া মহাশ্বেতা আলো?

কতদিন আগেই তো আমি

আগুনে জ্বালিয়ে ফেলেছি দাহ্য বর্ণমালা

বিসর্জন দিয়েছি আঁকাবাঁকা হরফগুলোকে

ধুয়ে ফেলেছি শিশিরের জলে লেখা প্রেম

উড়িয়ে দিয়েছি জিপসি মেয়েটার ব্যবিলন হাওয়া!

রাত্তিরের খোলা শরীরে এখন অবারিত বিভাজিকার কুহু,

জলস্রোতে স্মৃতিমাখা শীতকাল

শাড়ীতে জড়ানো ন্যাপথলিনের গন্ধ,

দাউ দাউ দাবানল 

হরফগুলো থেকে দগ্ধ ধোঁয়ারা এখনো উড়ছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন