সোমবার, ১ আগস্ট, ২০২২

রোশনি ইসলাম-এর কবিতা

মিশে যাই

 

জলপ্রপাতের জল অজানা শিহরণ নিয়ে

ভেসে যেতে থাকি। বরফ গলে গলে

জল। এই উপত্যকা সবুজ বন্যায়

রবীন্দ্রগান সম্বল। আশায় আশায়

অবিশ্রাম প্রহরী হয়ে আবর্তিত বার-বার।

খন্ডিত বেদনা হারিয়ে আনন্দধারায় মিশে যাই।

 

৩টি মন্তব্য: