সোমবার, ১ আগস্ট, ২০২২

সোনালি বেগম-এর কবিতা

বৃত্ত-জাল

 

অ্যাম্নিওটিক ফ্লুইড ঘিরে স্বর্গধাম

জানালার ধার ঘেঁষে ঝর্না বয়ে যায়

তেজপাতার সুগন্ধ আকৃষ্ট নার্ভসেল –––

হাঁসের মতো পাখি অ্যাভোসেট

            তার সাদা-কালো মোহিনী রূপ নিয়ে জলের কিনারা।

ধানশীষ অক্ষ ঘিরে তোলপাড় ইঁদুর সাপের গর্ত

পরিবর্তনশীল শরীর নিয়ে এককোষী অ্যামিবার অবাক বিস্ময়।

অ্যামিউজ্মেন্ট পার্ক ঘিরে হুল্লোড় গলিপথ

দুটি হ্যান্ডেল ধরে গড়িয়ে পড়ছে জল তৃষ্ণার্ত বুক ভেজে।

অ্যানুয়াল রিং নিয়ে গর্বিত বৃক্ষ-বয়স

পিঁপড়ের অ্যানটেনায় কিছু চমকপ্রদ গন্ধ লেগে থাকে

পিঁপড়েভুক এগিয়ে আসে নিজস্ব খেয়ালে

আপাত দৃশ্যমান সূচ-সুতোয় অ্যাপ্লিক সজ্জিত টেবিলক্লথ

গৃহবধূর হাতে শিকারির তির ধনুক এসে পড়ে –––

কোনো প্রতিযোগিতা নয়, তো বেঁচে থাকার রঙিন বৃত্ত-জাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন