প্রেক্ষাক্ষেত্রে অপেক্ষা করো
রাত্রে বসে জোনাকির দল
তার সাথে প্রেতবংশ মিশে
অহেতুক শব্দ আসে
তোমাদের নিরন্তর নিরবধি ভেদে
বৃদ্ধি পায় শব্দগুলো জ্যামিতিক হারে
আমি ক্ষুদ্র এক প্রেক্ষাক্ষেত্রে বসি
নিজেকে আড়াল করি
সমূহ সম্যক যুদ্ধের আদি পূর্বাভাসে
যদিও শত্রু নেই কোনো
তবুও ক্ষিপ্রতার বিচ্ছিন্ন সংযোগে
গতিও প্রকারান্তরে শত্রু ভেবে জেগে উঠে
প্রলয়ের অমোঘ ইচ্ছায়
লৌহ বর্ম নেই, অতএব উপদ্রুত হ্রদে
একা ও জড় হয়ে অনধিক ধীর স্থির লয়ে
বকছি প্রলাপ কিন্তু দিবারাত্রি আশৈশব
(বিবিধ তোমরা সব সহে গেছ আমার গোঙানি)
কেউ কি এসেছে আজ?
(কথা হবে, দুঃখ হবে এমত ইচ্ছায়)
গলিত কূপের মধ্যে বসে আছি আমি রোজ
(কার অপেক্ষায় হরিয়াল তুমি!)
কোন এক পচনশীল অস্থিরতায়
তুমি এসে ফিরে গেছো
মূক হয়ে আছো এক দুঃস্থ নীরবতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন