সোমবার, ১ আগস্ট, ২০২২

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

প্রবেশ পথ

                

পণ্যে আটকে থাকা জীবনকে সময়ের আদালতে                    

ঘড়ির কাঁটার যুক্তির সাহায্যে মাপছি এবং প্রশ্ন করছি               

আমার ভেতরে জমে থাকা অন্ধকারের বিচারকের                

বিচার-পদ্ধতির বিরুদ্ধে দানা বাঁধা                        

পরিচিত ভাষায় আক্রমণের প্রশ্নকে

 

নীরবতাকে ভাষার গভীরে নিয়ে আসার পরে

আমি ভাষা অতিক্রম করে ভাষার অন্তহীন সভ্যতায়              

দস্তানার অপরমুখে চিহ্নকে লিপির দালানে,

যৌনতার দেহে সাজিয়ে রেখেছি ,  --                         

সেই পবিত্র মন্দিরে জোছনার আলো                      

সমুদ্র মন্থনের শেষে লক্ষ্মীর হাসিমুখে নেমে                 
গ্রাস করছে এখন প্রেমের রাহুর অসম্পূর্ণ ক্রোধ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন