প্রথম স্পর্শ
রাতের ঘন কালো পর্দা ছিঁড়ে সে চলে গেছিল বহু বছর আগে।
আমি খুঁজেছি তাকে বহু বর্ষা ধরে,
তার ঠিকানা ছিল সবুজে ঢাকা--
আমি ফিরে গেছি বার বার!
বহু বর্ষা কেটে গেছে
ভিজিয়েছে অনেক রাত, ভুলিয়েছে অনেক স্মৃতি;
আমিও ভুলেছিলাম তোমায়--
তুমি ভুলেছো আমায়...
সে রাত আমি হেঁটে গেছিলাম তোমার প্রিয় রাস্তা ধরে।
দেখি, আজও আলো জ্বলেনা সন্ধ্যায়
যেন বিষণ্ণতার কালো মেঘ ঢেকে রেখেছে!
আমি ধাক্কা খেলাম হঠাৎ।
তাকিয়ে দেখি তুমি!
দেখে মনে হল যেন হাজার হাজার যুগ ধরে হেঁটে চলেছ--
ঠিকানা বিহীন পথে।
তোমার মলিন হয়ে যাওয়া কালো জামা তোমায় জড়িয়ে রেখেছে কেবল,
চোখ তোমার ধূসর কুয়াশার চেয়েও।
তোমার জীবন্ত লাল ঠোঁট আজ মৃত।
হয়তো সে কিছু বলবে বলে চোখে চোখ রেখেছিল
শুধু এক মৃদু হাসি হেসে সে চলে গেল;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন