নুয়ে পড়া ঘাসের উপর শুয়ে আছে ফড়িং
আঁচলে বেঁধে রাখা অন্ধকার
ফেটে পড়ে জেগে থাকা সূর্যমুখীর উপর,
ছিটমহলের শহুরে আলাপে
ভেসে আসে হেমন্তের কথোপকথন
তোমাকে ডাকতে গিয়ে মেদহীন সমুদ্রের মতো ধ্বনি ক্ষয় হয়
শুধু বেঁচে আছি নখের কোণায় লেগে থাকা ভাতের সৌন্দর্যের মতো
একমুঠো গড়িয়ে পড়া জোনাকি দেখবো বলে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন