রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

জগন্ময় মজুমদার-এর কবিতা

আনন্দের জন্মদিন

বাড়িতে প্রথম টিভি আসার আনন্দ
মাটি হয়ে যায়।
টিভির কপালে চন্দন ,মাথায় ধানদূর্বা
তখনও শঙ্খধ্বনির রেশ।

সারাবাড়ি সরগরম । পড়শিরাও মেঝেতে মাদুর 
পেতে 
অপেক্ষাতরঙ্গ –––

শিশুর প্রথম কান্নার মতো যেকোনো শুরু- ই শিহরন 

আনন্দের জন্মদিন
সে আমার সাদাকালো দিন হয়নি রঙিন।

প্রিয় দল হেরে গিয়েছিল।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন