জন্মদিনে
ঘিয়ের প্রদীপ জ্বলছে
পাশে তামার থালায় ধানদুর্বা
কাঁথার আসন পাতা
ছুঁচের নৈপুণ্য ফুটে ওঠা ফুল
কানায় কানায় ভরা পায়েসের বাটি
মা বসার ছোট্ট একটা টুল
সে একবার বেশ মনে পড়ে লোভে
আগেভাগে তুলে নিয়েছিলাম
আঙুলে পায়েস
মুখে দেবার আগেই ––– ধমক
অবাধ্য ক্যালেন্ডারের পাতা উল্টে
উল্টে পাল্টে দিচ্ছে তারিখ
আমি কি ক্রমিক কোনো সংখ্যাতত্ত্বে
আটকে গিয়েছি
২৫শে মাঘ, শ্রীপঞ্চমী তিথি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন