রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

আত্মজা


আমার নাদব্রহ্ম ক্রমশ শুকিয়ে আসছে 

আর কিছু ভাবতে পারি না, চলাফেরা সামান্য যা 

প্রসূতিগারের পর থেকে যে আমায় দেখে চলেছেন 

আমি তাঁর দিকে চেয়ে দেখি 

বুঝতে পারি সে আমারই মতো প্রায় 

নাদব্রহ্ম পুরোটাই শুকিয়ে যাই নি যদিও,

তাঁর কান্না টের পাই 

জ্ঞান বোধি থেকে বুঝতে পারি মোহদ্বন্দ্ব, বিদ্বেষ, ভালোবাসা সে পেরিয়ে এসেছে এতদিনে 

 

রিপু বুঝি বিবেচনার জন্ম দেয়!

কান্না সে তো সহজাত ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন