আমারও অগোছালো ভাব বিরহে বেদনা তথৈবচ
অপিচ আশায় বাঁধি বুক, একদিন উড়ে যাবে কাল-
মেঘ সমস্ত হাওয়ার জটিল।
পৃথিবী শান্ত হবে এই দেশ এই মাটি আর একটু
উর্বর, সকল স্বপ্ন রঙিন হবে ঠিক। বিদেহী আত্মাও
শান্তিতে ঘুমাবে নিশ্চিত।
কোথাও অনাচার থাকবে না অশালীন। সমস্ত সুখের
দরজা থাকবে হাট খোলা, বিদ্বেষ কিংবা গ্লানি দূরে
যাবে সব, জীবনে স্বস্তি ফিরবে দেখে নিয়ো।
সেই দিন এল বলে সকল যাপন উল্লাসে ভরে যাবে,
ক্ষুধাতুর পেটে দুবেলা দুমুঠো অন্ন জুটবে ঠিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন