সেই সব শব্দ আর ত্রাস অহংকারে আশ্রিত হয়ে
স্পর্শ গন্ধ উল্লাস স্পর্ধায় লম্পট সৌখিন সব বঁধু।
আগুনের কাছে আহুতি দিতে সেইসব ব্যমোরা
ভীষণ চেপে ধরলে শকুনেরা কথা বলে যায়।।
আগুন এগিয়ে এসো আমাকে মুক্ত করে নাও
আমার শরীরের ভেতরে জমানো আবর্জনা সব।
লুকনো আত্মপক্ষ সমর্থন ধুরন্ধর অসহ্য চালাকি
নিরপেক্ষতার আড়ালে সমস্ত সবুজ লোভ।।
চিতাকাঠ জড়ো করে তৈরি হরিশ্চন্দ্র ডোম
সকল উচ্ছন্নটুকু নিয়ে শ্মশানে তৈরি হয়ে আছি।
চরাচর ভুতদের চিনি পেত্নি সব পরিচিত সাড়ম্ভর
এসো পবিত্র আগুন পুড়ে যাক খেলা কানামাছি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন