আগুনের নদী থেকে উঠে এসো কবি
মেখে নাও সবুজ ছত্রাক
ক্লোরোফিল জলে ভেজাও সুবাসিত চা
মুছে যাক পাপ ও আলপথের উত্তরাধিকার!
ভাতের হাঁড়ির মধ্যে লুকিয়ে পরে খিদে
অন্ধকারে হাতড়ে উঠে আসে একমুঠো শূন্যতা
সোহাগি ভাতের আশে খিড়কির ঘাটে কলাবউ-স্নান
খিদে বোঝেনা … নুন-স্বাদে জেগে থাকে স্মৃতি ও সন্তান
আগুনে পুড়ে যায় কবি ও খিদে
নাছোড় শরীরে লেগে থাকে তেল হলুদের দাগ
পোড়া গন্ধে, জ্যোৎস্নায়, হে ঈশ্বর, আমি
একটা রাত শান্তিতে ঘুমাব …
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন