রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

উদিত শর্মা-র কবিতা

বড়ো একা লাগে

এত ব্যথার মধ্যে লুকিয়ে রেখেছি তোমাকে 
ভালোবাসতে পারি না বলে মনমরা হয়ে থাকো
আমার নিজস্ব একটা গোটা বসন্তকাল 
তোমায় দিয়ে দিতে পারি  
ওড়নার মতো গায়ে জড়িয়ে নিতে পার। 
আচ্ছা, কয়েকটা শীত জমিয়েই কি 
বসন্তকাল আসে কিম্বা কতগুলো গ্রীষ্ম গুঁড়িয়ে?  
জানি বর্ষার ভিজে দাগগুলো তুমি 
জমিয়ে রাখো আঁচলে
কি করবো বলো? 
আমিও তো অনেক ব্যথা সঞ্চয় করে পলাশের
লাল হয়ে ফুটে উঠছি ক্রমে ক্রমে। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন