রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কৌশিক চক্রবর্ত্তী-র কবিতা

ক্লাইমেক্স

ভীষণ অন্ধকার
একটা কেউটের বাসা নিয়ে গোলযোগ
লাঠির মাপ অসংযত
ঢেউ খেলানো সোহাগ আর বিষদাগ

শিলমোহর কি অনিবার্য ছেলেখেলা?
বিপন্ন কাদামাটি
সাপের দিকে তাকানো সহজ
ফিরে যাবার শর্তভেদে

শুধু নির্ভরশীলতা কথা বলি
সেসব কি যবনিকার অংশ?

মঞ্চের পিছনে কার্যত হত্যাকাণ্ড
শোবার ঘরে পর্দা টাঙানোর ভিড়
সবাই ক্লাইমেক্স চায়
আমি চাই ঝলসানো এক চিলতে স্যাংচুয়ারি। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন