দুরন্ত দুপুরের উত্তপ্ত বাতাসে
রাক্ষুসে রোদ্দুর টা মৌতাতে পোড়াচ্ছে পৃথিবী।
পৃথিবীর বুকে জ্বলন্ত হিংসার আগুন।
আকাশে তাকাতে চেয়েছিল কচি কচি ফুলের কুঁড়ি ক'টা।
মাতৃ জঠর থেকে তারা একে একে বৃন্তচ্যুত হয়ে পড়ল ধুলোর আঁচলে!
কিন্তু আমার যে আজ ফুলেরই প্রয়োজন বড় –––
কচি কচি পাতারা
ঝলসে ছারখার।
তবুও মিয়ানো হাত জোড় করে যেন ডাকছে কাউকে......
দু-এক টুকরো বিচ্ছিন্ন সময় টোকা দেয় –––
বসন্ত যাপনের বিচিত্র আনন্দ হাতে নিয়ে।
হে প্রেমের দেবতা!
পৃথিবীর এই বিষাক্ত মাটিতে দাও ভালবাসার শুভ্র মেঘ
যারা অন্তত ফোটাক কয়েকটা কুঁড়ি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন