বর্ণনা-বিদ্বেষ
গহ্বরের ভিতর অন্তহীন আকাশ
বাড়িঘরের সীমানায় মেঘেদের ভিড়
রক্তনীলের পাশে লুকিয়েছিল পাখি,
আমার অসম্পূর্ণ দেহ।
অভিশাপের শব্দে ভাঙে তটভূমি
ক্ষেপণাস্ত্রের আশ্চর্য আক্ষেপ।
পটচিত্র-ত্বক ছিড়ে ফেলে
রক্তধারায় ঢাকা বর্ণনা-বিদ্বেষ…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন