রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

অলক জানা-র কবিতা

স্বাগত
পলি উদাসে জমতে থাকে স্বচ্ছ সাবালক
মনোযোগ, টানা পাঁচ ঘন্টার দীর্ঘ বৃষ্টিতে,
মনে হয় বাঁশপাতা গ্রামে আগন্তুক কোন
অস্থির চেরাপুঞ্জির অবিরাম দৌরাত্ম,
একমাস টানা ঝলমলে রোদ? গাছেদের
ছায়া উসখুস আর্তস্বরে মরুঘ্রাণ কিংবা
ঠাণ্ডা কুয়াশা মেখে উঠোনে ঠায় বসে আছে  
আস্ত একটা কনকনে হিমায়িত দার্জিলিং

শরীর ও মনন সামলে নিতে শিখে যায়
পরিস্থিতির ব্যথা প্রণয় রোদছায়া দাগ
বিনা রক্তপাতে প্রতিদিন কতজন মরে,
তর্ক জটিলতার বিপরীতে হেরে যাওয়া
নিঃস্বতায় মিশে যায় অর্জিত সহমর্মিতা,
এমন জন্মের স্বাদ আমি স্বাগত জানাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন