রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

বর্ণান্ধ প্রহরগুলি 

অন্যান্য প্রহরে দেখি
উদ্যমে মরচে পড়ে গেছে
এখন জীবন শুধু 
প্রহর কাটিয়ে
অন্য কোনো দেশে 
অতিথি হিসেবে
প্রতীক্ষার শেষ হবে 
তোমার কলহে,

তুমি ও তোমরা সব
বাড়ি ফিরে যাও
এখানে নগরে শেষে
একদিন আমি হবো 
শেষ নাগরিক
(যেহেতু জীবাণু ঘুরে
অসহায় মানুষের 
রসনা লালায়)

আমি ফিরে যাব 
একদম শেষে
স্বর্গের দুয়ার পেরিয়ে
যেখানে পৌঁছেনি 
আলো কোনোদিন
অথবা সংকেতময়
আমাদের অপারগ 
ইচ্ছেগুলি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন