রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মৃণালেন্দু দাশ-এর কবিতা

ঘুম না আসার কারণে

রাত দেড়টার দিকে ঘড়ির কাঁটাটি

ততোধিক নিঃসঙ্গ হাওয়া
বিপুল অশান্ত জলস্রোতে স্বপ্নাবিস্ট
ভেসে চলেছি,অক্লান্ত

অনাবশ্যক শয্যা, রুমাল বিলাসিতা
নিজেকে বলেছি কতবার
মনে মনে একা

একদা বাসাবদল ছিল প্রিয় খেলা
যখন যেমন ইচ্ছে মতো
ছক্কা পুট ফেলা

আজ সব বিস্বাদ কেমন তেঁতো তেঁতো
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন