রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

আমার ম্যাজিক স্লেট

আমার ম্যাজিক স্লেটটা বড় মজার
যা লিখি তা-ই লিখে
ছবি আঁকলে ছবি আঁকে 
আবার মুছে ফেললে মুছে যায় সব। 
এমন মজার স্লেট আর পাওয়া যাবে কি না জানি না। 

কেবল নিজের ভাগ্য লিখন লিখতে পারি না স্লেটে
এখানেই ম্যাজিক বিফল হয়ে যায়। 

শুধু কি আমি! 
আরো কত জন যে আঁকতে পারে না। 
তবে অন্যের ছবি আঁকলে আঁকা হয়ে যায় 
অবলীলায়। 

ভাবের ঘরে যারা করে চুরি
তাদের ছবি উজ্জ্বল হয়ে আঁকা হয়ে যায়। 

নিজের ছবি আঁকতে পারি না ম্যাজিক স্লেটে
নিজের প্রতিবিম্ব দেখা যায় না কিছুতেই। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন