সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

অভিজিৎ দাসকর্মকার


#আ-শরীর জুড়ে ইন্টারেস্টিং ঔদ্ধত্য 

 

তারপরও চোখের ছায়ায় হাঁটছিল আলটিমেটলি কক্ষপথ ভোলা ইন্টারেস্টিং ঔদ্ধত্য, -শরীর জুড়ে শুধু ট্রাইগ্লিসারল যৌগের যৌনপ্রব নিবন্ধ 

এরপরও আমার ড্রয়ার থেকে হাট হয়ে চেয়ে আছে প্রমাণসাপেক্ষ উপপাদ্য আর 

she stoops to conquer-এর পাতায় অ্যালজোলামের ঘোর,এবং

কনকেভ রেটিনার refractive ক্ষমতার ভূমিকায় সফ্টড্রপের ফোঁটা, ফোঁটা হয়ে পড়ছে শর্করা ভরা রোদ, এমনকি মদন বাড়ির জল__

 

বখাটে নির্জনতা ঝাঁপিয়ে বৃষ্টি 

দগদগে ঘা

                     লাল চেক জামা,আর 

বসা গালের পরিসরে এসব বর্ধিঞ্চু সমকামী ইচ্ছেগুলো, ধ্রুবক ধরে বাড়ছে

বাড়ছে ফেব্রুয়ারি মুহুর্ত, অসংখ্য সম্ভাবনা আর আমার

গালের পেশিতে আটকে থাকা খরস্রোতা grammatical mistake, ঘাম,এবং 

ঠোঁটের বোরোলিনের পিছন দিকে,চোখ ছেড়ে পালিয়ে যাচ্ছে উত্তেজনা এবং মধ্যপদলোপি অমিমাংসীত মিস রীনা ব্রাউন  

1 টি মন্তব্য: