সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

মারুফ আহমেদ নয়ন


 

গোপন গানের এস্রাজ

 

আগুন নিয়ে খেলতে গিয়ে পুড়ে গেলো শরীর। কাফনে মুড়িয়ে দাও আমার দেহখানি, আমি যাত্রা করি শূন্যে স্কারলেট ম্যাকাও পাখিটির 

সেই জাদুকরি 

গানে আমাকে পুনরায় মুগ্ধ করো। যেন তোমার নামে উপকূলে নামছে সন্ধ্যা, আমি লাশকাটা ঘরে ডোমদের সাথে মৃতদেহ বিষয়ক 

আলোচনা করছি। 

মাথার উপরে মাছিরা উড়ছে।

 

স্মৃতিতে যতদূরে যাচ্ছি, কেবল তোমার নামে ঝরছে পাতারা, তোমার বিরহে ফুলেরাও কেমন মলিন, ঝুঁকে আছে মাটির দিকে। তোমাকে 

সবকিছু উজাড় করে 

ভালবাসতে গিয়ে দেখি, ক্রমশ ফতুর হয়ে যাচ্ছি। হাত বদলে তুমি অপরের হয়ে উঠছো, তোমার রূপে ফেটে পড়ছে হীরের খনি।

 

আমি পর্বতের ভাষা অনুবাদ করতে গিয়ে, প্রাণীদের ভাষা বুঝতে শিখিনি। পুড়ে যাওয়া বন্দর, আর ধ্বংস স্তুপের কালো ধোঁয়ার কুন্ডলী

নিয়ে কতদূরে যাচ্ছি। 

তোমার ঘরের অন্ধকার বাচ্চাকে স্তন্যপানের মতো গোপনীয়তা। তুমি কি আমার হারিয়ে ফেলা স্মৃতি, গোপন গানের এস্রাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন