একটু বেলা করে জেগে
শব্দহীন নির্জনতম কোনো এক মরু-সকালে
সতেজ নির্মল হিমেল হাওয়া উত্তর কোণ থেকে
উড়ে আসে ––– আর জাপটে ধরে কাঁটা ঝোপঝাড়
শীতের আহ্বানে একটু একটু জমে ওঠে উত্তাপ
একটু বেলা করে জেগে ওঠো তুমি ––– চৌকাঠে
অপেক্ষা - রাত্রি সরে গেছে সন্তর্পণে বাতাসে মৃদু
কোলাহল - জানালার কাচে ক্ষত চিহ্নের আস্তরণ
ফিরে গেছে প্রতিধ্বনি সাতসকালে নিঃশব্দ উচ্চারণে
একটু বেলা করে জেগে ওঠো তুমি সংসারে –––
একটু একটু করে জমে ওঠে উত্তাপ শীতের আহ্বানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন