বিকেলের নদীর ও সন্ধ্যার নীলকুঠি
১.
ঢাল বেয়ে নেমে যাচ্ছি, হাততালি বাজিয়ে যাচ্ছে
দু’ধারে ধানগাছ
দূরে দাঁড়িয়ে দেখছি, ঘাসমাঠে এক গরু
লেজ উঁচিয়ে দৌড়চ্ছে
তার পিছে দৌড়ে গেল যে লোকটি সেও আমি!
নদীপারে শিশ্ন উঁচিয়ে দাঁড়িয়ে আছে
এক বাবলা গাছ
তার শিশ্নের উপরে এসে বসেছে এক পাখি
২.
ফসল উঠিয়ে নিয়ে কৃষকরা ঘরে গেছে ––– এমন বিরানমাঠ
প্রান্তরে দুই শিরিষ চাপালিশ থেকে পাখি উড়ে আকাশ আঁকছে
দূরে ভেঙে পড়ে আছে নীল সাহেবের কুঠি
সেদিকেই উড়ে যাচ্ছে সন্ধ্যার কাক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন