সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

প্রণব বসুরায়


 

নকল প্রেমিক

নেশাড়ু সৈনিকদল চেয়ারে বসেছে, ঠিক যেন যৌনকর্মী

তাই যারা ততটা ইতর নয়

চলে যায় সভাকক্ষ ছেড়ে...

জলের অভাবে তামাক সেবনের কটূ ধোঁয়ায়

একে একে মরে যায় সদ্যস্ফুট কুসুমের কুঁড়ি। তখনই আবার

মড়কের মাংস খেতে এসে জোটে নকল প্রেমিক

#

ছত্রাক-বিন্যাসের মৃত্যু এভাবেও ঘটে যেতে পারে

আমরাও ভাবিত নই এরকম স্বেচ্ছা মরণে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন