সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

মাসুদুল হক




 সমুদ্রবিদ্যা 

.জল সমুদ্র 

 

এক ফোঁটা জলে সমুদ্র আছে 

ফোঁটা ফোঁটা জল গড়ায় সমুদ্রের দিকে 

 

.অনুভব

 

গ্লাসে জল ঢাললেই

 আমি সমুদ্রের গর্জন শুনি 

 

.আমি সমুদ্র 

 

আমি একটা সমুদ্র 

চাঁদ-সূর্যের আকর্ষণে

জোয়ার-ভাটা জাগে অঙ্গে 

 

.পাকস্থলীর সমুদ্র 

 

মধ্যরাতে চাঁদ প্রায়‌ই নেমে আসে শরীরে 

 

পাকস্থলীর সমুদ্র গর্জনে 

পাজরে বৈঠার শব্দ শুনি 

 

.ঘাম নয় ক্লান্তি 

 

সূর্য প্রায়‌ই আমার শরীরের সমুদ্র থেকে 

জল ছেঁকে আনে 

বিন্দু বিন্দু সে জলের নাম আমি দিয়েছি ক্লান্তি 

 

.চাঁদ সমুদ্র 

 

চাঁদ উঠে এলেই বুকে ছলাৎছলাৎ জল ওঠে 

মুখে হাওয়া কানে শঙ্খধ্বনি 

জোয়ারের জলে ভরে ওঠে পাকস্থলী 

 

আমি একটা সমুদ্র হয়ে উঠি 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন