সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নাগসেন




 চুম্বন

 সহস্র রমণীর চুম্বনে

আমি বারবার নতুন হয়েছি

আমি হেরে গেছি আর

পরাজিত আমারই প্রত্নশরীর

তোমাকেই আকাঙ্ক্ষা করেছে

#–––

তোমার ওষ্ঠ তোমারই অধর

প্রত্নশীলায় আমি এঁকে রাখি

প্রতিদিন --- প্রতিটি প্রহর

মহেঞ্জোদাড়োর থেকে আলতামিরায়

#–––

তুমি জানবে না কোনোদিন

তুমিই আমার

সহস্র রমণীর চুম্বন সমাহার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন