সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্বজিৎ রায়

 


নতুন কবিতা   

 

ভয়ঙ্কর ঝড়-তুফান  আর  খিদের বোবাযুদ্ধ নিয়ে

পার হয়ে  এলো  বিষাক্ত একটা  বছর –––

ছন্দহীন দিনগুলি পেরোতে গিয়ে কত শত গাছ 

নুয়ে পড়ল মাটিতে   

কত ঝলমলে ফুল ঝরে কাঠি হয়ে গেল

কত উচ্ছ্বল  ঝর্ণা শুকিয়ে

মৃতপ্রায়  হয়ে গেল মাত্র কয়েকদিনে   …

 

এসব দেখে আকাশ থেকে কোনো ঈশ্বর

নেমে এলেন না

খাবার জীবন দান  করতে –––

নুয়ে পড়া গাছগুলির ভাঙা ডালপালা  

ফ্যাকাশে হয়ে আসা ফুলগুলি,

শুকিয়ে  যাওয়া নদীগুলির জীবন পরিচর্যা করলেন

ওই মাটির পৃথিবীতে ঘুরে বেড়ানো ঈশ্বরের দল –––

 

তাদের কোমল  স্পর্শে  যারা উঠে দাঁড়ালো

তারা পিছন ফিরে দেখতে পেল ফেলে আসা দিনগুলির

যন্ত্রণাময় ক্যালেন্ডার পেরিয়ে সা নতুন জীবন –––

যারা দাঁড়াতে পারলনা, তারা এটাও দেখতে পেলনা,

অত্যাশ্চর্য আলোয় প্রস্ফুটিত  হয়ে থাকা  

এক নতুন পৃথিবী, যেখানে পতপত করে উড়ছে

নতুন জীবনবোধের কবিতা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন