সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

তাজিমুর রহমান


 


 পাড়ি

ঈশ্বর দর্শন নয়এখন প্রতিটা প্রভাত মৃত্যুর করাঘাত!

আঁধার শীতলতা নিয়ে দাঁড়িয়ে প্রিয় মফস্বল শহরও

 

বকুল গাছের ডালে যে পাখিটা বসেছিল উদাসীন

তার কাছে কোন সুসংবাদ নেই,বরং

মৃদু হাসির ভেতর লুকানো কান্না বৃষ্টির মতো বাজে

 

অক্ষম সন্তান আমি,পিতৃশোক নিয়ে হেঁটে যাই অনন্তর

তখন শোকের ভেতর শুকিয়ে থাকা শোকে ভেসে ওঠে

প্রিয় মুখেদের চরবিলচকিত হারানো মুখ

 

শুধু দুপুর রোদের মতো আঁখি স্থির হলে

পরীদের স্বপ্ন নিয়ে পাড়ি দিতে হয় পার্থিব জীবন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন