আনডিনের আঙুল
মৃত্যুকে যে অস্তিত্ব ডিঙিয়ে যায় তার নীলাভ তরঙ্গে ডুবে থাকি। তরঙ্গে ভেসে আসে যাত্রাকালের
সংকটভাবনা, অনিদ্র প্রহর, রবীন্দ্র প্রশ্রয় ও আকুল ধ্বনির অনন্ততা। আমি এদের আঁকড়ে ধরি,
অজলচর বলে থেকে থেকে নাসারন্ধ্রে টেনে নিই ধুলো ––– সিসার ঢাকাই চূর্ণ। আমার অদৃশ্য কম্পনের
ভেতর ফুটতে থাকে নিশিপদ্ম ––– তার অশান্ত কেন্দ্রে জমে ভাঙনফেনার ঘোলাটে নির্যাস। তরঙ্গের
চন্দ্রকোষে জেগে ওঠে আনডিনের উজ্জ্বল আঙুল ––– তার পদ্মকোষ মুদ্রা নিশ্চিত করে জলকুসুমের
পুনর্বাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন