প্রপোজ
যেভাবে আলোর দিকে মোড় নাও বিরহকাতর
যেভাবে স্বপ্নের দিনে লিখে রাখো কৃষিখেত ভূমি!
তোমার পায়ের দাগে মানচিত্র লিখে দেয় যারা!
যারা শুধু বুঝে নেয় দেশ মানে বুভুক্ষিত ধ্বনি!
এসব হাঁটার দিনে হাত ছুঁয়ে থাকো...
এসব মুক্তির নামে এসো হাঁটি পথ...
আমার বুকের চোখে জমে আছে কৃষকের ক্ষত,
তুমি আজ হতে পারো, অধিকৃত ভূমি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন