বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

তমোজিৎ সাহা-র কবিতা



 মেঘপাহাড়

গাছবারান্দায় থমকে আছে
পাহাড় থেকে উড়ে আসা একখণ্ড মেঘ


সেই কবে থেকে মেঘ মুড়ি দিয়ে
বসে আছে ভুবন-বড়াইল থেকে তাদং


থমকে আছে সময়
জন্ম জন্মান্তর। 


1 টি মন্তব্য: