বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

অনন্যা বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

আত্মজীবনী


আত্মজীবনীর পাতা কারুকথা বুনে দেয়

নকশী কাঁথার ওমে, সেইসব শীত রংদার

ঘনমরিচার, হেমন্তের পৎঝর রোদ উষ্ণতায়

যখন ভারসাম্যের হিম নামে ফোঁটা ফোঁটা

হাড়মজ্জায় কেঁপে ওঠে নির্বাসন, নিষেধের

ভ্রূকুটি তর্জনী শাসন, রক্তকুসুমে ফুটে ওঠা

ভয়ালু দিনে, অকথিত কথাতাপ শুষে নেয় চোখ, দেখে অদেখা মুহূর্ত

স্থির হয়ে আছে সর্বনামে, প্রশ্নের সাবধানী

যতি চিহ্ন বিরাম ছুঁয়ে গার্গীর অতি কাতরতা

আকাশেরও পারে অগম্য অভিসারে---

ক্রম-ছায়াপথ বায়ু জল   জড়িয়ে হৃদয়

ওতপ্রোত হিরণ্যগর্ভ অন্ধকার, উল্কার সংঘাত

নক্ষত্র পতন, পাতাজুড়ে খর-অক্ষরে লেখা

সে যাপন কথা--- অন্ধের উপসংহার।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন