রঙ করা একটা আর্বান দিনে
কার আঙুল দিয়ে
দৃশ্য টানতে টানতে
কত সহজে
আমরা পরের পাতায় চলে গেছি
পাখি পর্যন্ত
একটা হালকা অভ্যাস
অথচ
জান হয়ে
ভারী ছায়ার কোনও ফল
স্পর্শের অধিক হয়ে
যে অনুমতি
ভ্রমের ভেতর এক স্মৃতিরেখা বরাবর
যে কাঁপছে...
বাঃ, এক কথায়। 👍
একটা ছোট্ট দীর্ঘ নিশ্বাস।
বাঃ, এক কথায়। 👍
উত্তরমুছুনএকটা ছোট্ট দীর্ঘ নিশ্বাস।
উত্তরমুছুন