রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

কাঁপছে

রঙ করা একটা আর্বান দিনে

কার আঙুল দিয়ে

দৃশ্য টানতে টানতে

কত সহজে

আমরা পরের পাতায় চলে গেছি

পাখি পর্যন্ত

একটা হালকা অভ্যাস

অথচ

জান হয়ে

ভারী ছায়ার কোনও ফল

স্পর্শের অধিক হয়ে

যে অনুমতি

ভ্রমের ভেতর এক স্মৃতিরেখা বরাবর

যে কাঁপছে...

 

২টি মন্তব্য: