রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জ্যোতির্ময় মুখোপাধ্যায়-এর কবিতা

তবু


বনলতা সেন একই রয়ে যায়

মুখে তার শ্রাবস্তীর কারুকার্য


আর আমার দাড়ি পাকছে, চুল

কী অদ্ভুত! খই-খেয়ালে পালটে যাচ্ছে সময়


মেমোরিতে ফিরে ফিরে আসছে যা

কিছু পোস্ট, তা খুলে পড়তে পড়তে দেখি


যেন অসংখ্য আমি হেঁটে গেছে রাস্তা ধরে

যার কোনোটাই আমার মতো নয়


৪/১২/২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন